চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃ’ত্যু

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩; সময়: ১১:৩৭ am |
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহমুদ উল্লাহ (৯) ও সিফাত (১০) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

নিহত মাহমুদ উল্লাহ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজিপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে এবং সিফাত হচ্ছে একই এলাকার হানিফের ছেলে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

পরে বিকেলে মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজীপাড়া নতুনপাড়া ঘাট নামক স্থানে। মাহমুদ ও সিফাত সিমেন্টের খালি বস্তা নদীতে পরিষ্কার শেষে গোসল করতে গিয়ে ডুবে যায়।

সদর মডেল থানার ওসি সাজ্জাদে হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করার সময় মাহমুদ উল্লাহ ডুবে গেলে সিফাত তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়। পরে মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার হলেও সিফাত নিখোঁজ রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে