সিরাজগঞ্জে ছাত্রলীগের ন্যায্যমূল্যে সবজি বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অংশ হিসেবে মানুষের জীবনকে সহজ, শান্তির, সুখের করতে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে সিরাজগঞ্জে ন্যায্য মূল্যের সবজি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে বাহির গোলা রোডস্থ ন্যায্য মূল্যের সবজি বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।
এসময় বাজার মূল্য থেকে কম দামে সবজি বিক্রয় করা হয়। এসময় বেগুন ১০ টাকা, পটল ১২টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, মূলা ১০ টাকাসহ বিভিন্ন প্রকার সবজি কম দামে বিক্রি করা হয়।
সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, বিএনপির অবরোধের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাত্রলীগ ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কর্মসূচি হাতে নিয়েছে।
আর সাধারণ ক্রেতারা জানান, অল্প দামে বিভিন্ন প্রকার সবজি কিনতে পেরে খুশি তারা।