রাজশাহীতে মিল গেটে দাঁড়িয়ে থাকা পাটভর্তি ট্রাকে আগুন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩; সময়: ১২:৩৭ অপরাহ্ণ |
রাজশাহীতে মিল গেটে দাঁড়িয়ে থাকা পাটভর্তি ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে গভীর রাতে জুট মিলের গেটে দাঁড়িয়ে থাকা পাটভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের খারইল এলাকায় যমুনা জুট মিলের গেটে এ অগ্নিসংযোগ করা হয়।

মিলের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন জানান, ফরিদপুর থেকে পাট নিয়ে রাত ১টার দিকে ট্রাকটি যমুনা জুটমিলে যায়। তবে মিলের নিয়ম অনুযায়ী রাত ১১টার পর ট্রাক ঢোকার নিয়ম নেই বলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ট্রাকটি। ট্রাকের ভেতর চালক ও সহকারী ঘুমিয়ে পড়েন।

রাত আড়াইটার দিকে মহাসড়কের টহল পুলিশ ট্রাকে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ট্রাকের প্রায় অর্ধেক পাট পুড়ে গেছে।

মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, ট্রাকের উপর পাটে আগুন দেওয়া হয়েছিল। রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকের কোন ক্ষতি হয়নি। ট্রাক রাতেই মিলের ভেতরে নেওয়া উচিত ছিল। তা হলে হয়তো এমন ঘটনা ঘটতো না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে