শিবগঞ্জে সরকারের সুবিধাভোগীদের সঙ্গে ডা. শিমুল এমপির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বুধবার বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিনোদপুর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজকে সত্যিই একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ঘরহীনদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন, বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, অনাহারীর জন্য খাবারের ব্যবস্থা করছেন, শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে বইয়ের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ একটি শান্তির দেশ এই দেশ পরিচালনা করেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে পরিমাণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে, তা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। বর্তমান সরকারের আমলেই এসব কর্মসূচি সহায়তায় জনগণের অভাব দূর হয়েছে। ঘরে ঘরে স্বচ্ছলতা ফিরে এসেছে। যাদের ঘর নেই, তারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন তিনি সুস্থ থেকে এই সেবা অব্যাহত রাখতে পারেন। আমরা সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।
সভায় বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ অন্যরা।