শিবগঞ্জে নির্মাণাধীন দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে নির্মাণাধীন দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): দেশব্যাপি গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর হাটে নবনির্মিত দ্বিতলা বিশিষ্ট ভবন ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এসব ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় তিনি বলেন, বিগত জোট সরকারের চাইতে বর্তমান সরকার অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছে।

তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আনতে হবে। এলজিইডির সার্ভেয়ার আবদুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে