তফসিলকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩; সময়: ৮:২৭ অপরাহ্ণ |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসির ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর ) সন্ধ্যায় এস.এস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর কে.এম হোসেন হাসানের সভাপতিত্বে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রমুখ বক্তব্য রাখেন।