মোহনপুরের শ্যামপুরহাটে আ.লীগের উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের শ্যামপুরহাট বাজার মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক বিজয়, মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলী খানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা সরকারের উন্নয়ন মূলক বক্তব্য শেষে নৌকা প্রতিকের জন্য ভোট চান।