দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় বাগমারা উপজেলা আ’লীগের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে গেল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই রাজশাহীর বাগমারায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় আনন্দ মিছিল বের করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে নিউ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কার্যকরি কমিটির এস,এম, এনামুল হক, হাচেন আলী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মুক্তা, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, সাবেক ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম, নাদিরুজ্জামান মিলন, নাইম আদনান, আব্দুর রউফ প্রমুখ। উক্ত আনন্দ মিছিলে জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।