শ্রীপুরে মিনিবাসে আ’গুন
পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে,সেসময় বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মিনিবাসটির চালক মাসুম মিয়া সারাদিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজার আসেন। বাসটিতে কোনো যাত্রী না থাকায় জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তিনি ও তার সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে দৌড়ে ছুটে আসেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কে বা কারা কীভাবে আগুন দিয়েছে তা কেউ দেখতে পাননি।
মিনিবাসটির ড্রাইভার মাসুম মিয়া বলেন,”হোটেলে খাওয়ার জন্য বসেছিলাম। এসময় আশপাশের মানুষজনের ডাক চিৎকারে সড়কে ছুটে গিয়ে দেখি আমার গাড়িতেই আগুন জ্বলছে। কে লাগিয়েছে তা দেখিনি”।
শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস যায়যায়দিনকে বলেন ,”খবর পেয়ে দ্রতই এসআই মামুনুর রশিদের নেতৃত্ব ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। কিন্তু ঘটনার সাথে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নেওয়া চলমান।