নওগাঁয় সরকারের উপকারভোগীদের সাথে মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩; সময়: ২:১০ pm |
নওগাঁয় সরকারের উপকারভোগীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের সরকার কর্তৃক ভাতাভোগী ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার ।

এসময় এমপি বলেন- গণতান্ত্রিক বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণতন্ত্রের বাধাদানকারী দল নির্বাচনে অংশ নিবে না হরতাল অবোরোধের নামে মানুষ পুড়িয়ে মারেন।

উপকারভোগীদের সরকার শেখ হাসিনার সরকার। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে দলমত নির্বিশেষে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান এমপি।

আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরী, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফফারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় ইউনিয়নের প্রায় কয়েক হাজার উপকারভোগীরা সভায় অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে