তফসিল ঘোষণা হওয়ায় শিবগঞ্জে আনন্দ মিছিল-পথসভা
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন, সব চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করায় জাতি আনন্দিত ও স্বস্তি বোধ করছে।
বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের নানা ধরণের নাটকীয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইতিবাচক অবস্থান জাতিকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যাদের জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে।
যেকোনো মূল্যে নির্বাচন বানচালের অগণতান্ত্রিক প্রক্রিয়া নাশকতা ও অরাজকতাকে প্রতিহত করতে জনগণের সেবার উদ্দেশ্যে বুকে বল নিয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি ও থাকবো।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনজীর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গণি জোহা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল আল বাকীসহ অন্যরা।
অপরদিকে বুধবার রাতে শিবগঞ্জ ডায়াবেটিক কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মনাকষা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পরে শিবগঞ্জ বাজারস্থ জিল্লার রহমানের বাসভবনে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুজ্জামান মিজু ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।