আমিনপুর থানার নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা প্রদান

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩; সময়: ৫:২২ অপরাহ্ণ |
আমিনপুর থানার নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা প্রদান

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার আমিনপুর থানার নবাগত ওসি হরুন অর রশিদ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার উপজেরা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম নবাগত ওসি হরুন অর রশিদ কে এ শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে