সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষায় কর্মরত শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩; সময়: ৫:৫১ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষায় কর্মরত শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়ায় নদীর পাড় রক্ষার নিয়োজিত শ্রমিক আকুব্বর আলী (৫৫) নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

তিনি কুষ্টিয়ার খোকশা থানার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলী ছেলে। বৃহস্পতিবার বিকেলে যমুনা নদীর খেয়া ঘাটে বালুর বস্তা ভর্তি নৌকা থেকে পরে নিখোঁজ হন।

নিখোঁজ আকুব্বর আলীর ছেলে আসাদুল ইসলাম জানান, বাবা আমার সামনেই হঠাৎ নদীতে নৌকা হতে পড়ে যায়। অনেক খুঁজেও পায়নি।

এদিকে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি ডুবরী দলের টিম এসে উদ্ধার তৎপরতা চালায় বলে চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে