অসুস্থতার অজুহাত আর নদী সাঁতরে দেশ থেকে পালাচ্ছে ইউক্রেনীয় পুরুষরা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩; সময়: ১০:২৪ পূর্বাহ্ণ |
অসুস্থতার অজুহাত আর নদী সাঁতরে দেশ থেকে পালাচ্ছে ইউক্রেনীয় পুরুষরা

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেন যুদ্ধ শুরুর হওয়ার পর থেকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়াতে প্রায় ২০ হাজার পুরুষ দেশটি থেকে পালিয়েছে। এ ছাড়া আরও ২১ হাজার ১১৩ জন পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে। এদের মধ্যে কেউ বিপজ্জনক নদী সাঁতরে আবার কেউ কেউ রাতের আঁধারে হেঁটেই সীমান্ত অতিক্রম করেছে। আর ইউক্রেন ছাড়ার সময় যারা আটক হয়েছে তারা সাঁতরে বা হেঁটে কিংবা অসুস্থতার অজুহাত দেখিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইউক্রেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেলে ১৮-৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেয় কিয়েভ। তবে বিবিসি বলছে, সরকারি এমন নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই কয়েক ডজন করে পুরুষ দেশ থেকে পালিয়েছেন।

ইয়েভগেনি নামে এক ইউক্রেনীয় বলেছেন, আমার আর কী করার ছিল? সবাই তো আর যোদ্ধা নয়। পুরো দেশকে আটকে রাখার কিছু নেই।

ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া, মলদোভা, পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার কাছ থেকে সীমান্ত পারাপারের তথ্য সংগ্রহ করে ব্রিটিশ সংবামমাধ্যমটি। তারা বলছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ইউক্রেন থেকে ১৯ হাজার ৭৪০ পুরুষ অবৈধভাবে এসব দেশে প্রবেশ করেছে।

অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ২১ হাজার ১১৩ জন দেশ থেকে পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৩১৩ জন সাঁতরে কিংবা হেঁটে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। বাকি ৬ হাজার ৮০০ জন অসুস্থতার অজুহাতে ভুয়া নথি তৈরি করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে