আ.লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে ইসিতে ৪ দলের আবেদন
পদ্মাটাইমস ডেস্ক : আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে সংসদ নির্বাচনে অংশ নিতে ইসিতে আবেদন করেছে চারটি দল। দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ, ইনু), সাম্যবাদী দল, ওয়ার্কার্স পাটি ও জাতীয় পার্টি (জেপি)।
শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনের কাছে আবেদন করে তিনটি দল। আর গতকাল আবেদন করে জাসদ।
গণপ্রতিনিধিত্ব আদেশের ২০ (১) (এ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে জোট গঠন করা হলে, তার মধ্যে থেকে যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে।
দলগুলো জোটভুক্ত হয়ে একে অন্যের প্রতীক ব্যবহার করতে চাইলে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে জানানোর বিধান রয়েছে।
জাসদ এবারও আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত হয়ে অভিন্ন প্রতীক ব্যবহারের জন্য গতকাল প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয়। এছাড়া শনিবার তিনটি দলের পক্ষ থেকে ইসিতে আবেদন করা হয়।