সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩; সময়: ১:৫১ pm |
সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলায় র‍্যাব-১২ এর অভিযানে সাড়ে ৬৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক আবু হোসেন (৪২) নওগাঁ জেলার পত্নীতলা থানার পূর্ব পাটিচড়া গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান শনিবার দুপুরে জানান, চট্টগ্রাম থেকে নওগাঁগামী একটি লবণ বোঝাই ট্রাক বগুড়া-ঢাকা মহাসড়কের সলঙ্গা থানার ঘুরকা বেলতলায় পৌছলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র‍্যাব সদস্যরা অভিযান চালায়।

তখন ট্রাকে থাকা প্লাস্টিকের বস্তায় লুকানো ৬৫.৫ কেজি গাঁজাসহ ঐ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তখন মাদক কারবারির সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২৩ হাজার ৬শ টাকা ও ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

এদিকে শনিবার দুপুরে উদ্ধারকৃত গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে মামলা দিয়ে সলঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে