নোয়াখালী-৫ আসনের মনোয়নয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩; সময়: ৪:৩৭ pm |
খবর > রাজনীতি / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৫ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শনিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এর আগে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এরপর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য উন্মুক্ত করা হয়।