মোহনপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩; সময়: ৫:১০ অপরাহ্ণ |
মোহনপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : আদালতের নির্দেশ অমান্য করে রাজশাহীর মোহনপুর উপজেলার একটি চক্র জমি দখলের চেষ্টা করছে। স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের যোগসাজসে কোটি টাকা মূল্যের ওই জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জমির মালিক আব্দুস সামাদ মৃধা দিং অভিযোগ, মোহনপুর উপজেলা বাকশিমইল ইউনিয়ন পাথালিয়া মৌজার জে,এল নং- ১৩৮, আর এস দাগ নং-৪০৯,৪১০ ও ৪১২,৪১৫ দাগে তাহার নিজ অংশবাদী পিতা অছির উদ্দীন মৃধা, চাচা জমির উদ্দিন মৃধা নিকট বশির উদ্দিন মৃধা হতে ১৯৭২১ দলিল মূলে ক্রয় করিয়া স্বত্ব দখল নামজারী করে খারিজ কেস নং-৪৭৫৫/ওঢ-ও/২০২২-২৩ প্রস্তাবিত খং নং-৩৬৫ এবং হোল্ডি নং-৪০৬ ।

খতিয়ান নং ১৯৩,১৫৬ আর এস দাগ নং ৪১৫,৪১৫ রকম বাড়ী পরিমাণ-০.১৬ একর ০.১৫ একর মোট০.৩১ একর জমি পৈত্রিক সূত্রে তারা মালিক আব্দুস সামাদ মৃধা দীর্ঘ ১২ বছর যাবত ভোগ দখল করছে।

মামলা বিচারাধীন থাকা অবস্থায় পাথালিয়া গ্রামের মৃত ছোলেমান মৃধার ছেলে আবুল হোসেন মৃধা (৫৮) জাহাঙ্গীর হোসেন মৃধা (৫০), শাহাজাদা মৃধা (৪৫), মিলন মৃধা(৩০) নেতৃত্বে গত গত ৭ জুলাই সকালে হাতে লাঠিসোটা, শাবল, কোদাল, লোহার রড নিয়ে ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করেন।

ইতিপূর্বে আবুল মৃধা দিং তার নেতৃত্বে আব্দুল খালেক সারোয়ার জাহানকে মারপিট করেন। যার মামলা যার জিআর নম্বর-১৬০ (মোহনপুর) হাজতবাস করেন।

আবুল হোসেন ও তার লোকজন যাতে এই জমি দখল করতে না পারেন সে জন্য আব্দুস সামাদ মৃধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন যার নম্বর-৮৮২পি/২০২৩ (মোহনপুর)।

এরপর আদালত বিরোধপূর্ণ জমির ওপর ১৪৪ ধারা জারি দখল বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখর জন্য থানার অফিসার ইনচার্জকে নিদের্শ দেন।

আদালতের নিদের্শের পরও উপক্ষো করে ৫ নভেম্বর জমি দখলের চেষ্টা করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় আবুল হোসেন মৃধা দিং স্থানীয় প্রভাবশালী একটি ভূমিদস্যু চক্রের সহায়তায় তাদের জমি দখলের পাঁয়তারা করছে।

এ বিষয়ে আবুল হোসেন কাছে জানতে চাইলে বলেন নিম্ন আদালত ১৪৪ ধারার বিষয়ে পুলিশ নোর্টিশ জন্য দিয়েছে। বিষয়টি তারা আইনগতভাবে দেখবে।

মোহনপুর থানার অফিসার ইনর্জাজ(ওসি) হরিদাস মন্ডল বলেন, উভয় পক্ষের মামলা-মোকদ্দমা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আদালতের নির্দেশে উভয় পক্ষকে স্থিতি বজায় রাখতে নোর্টিশ দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে