ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, যা বলছে আবহাওয়া তথ্য

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
খবর > খেলা
ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, যা বলছে আবহাওয়া তথ্য

পদ্মাটাইমস ডেস্ক : উত্তেজনার পারদ চরমে পৌঁছে দিয়ে মাঠে গড়াচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল। রোমাঞ্চকর এমন লড়াইয়ের আগে সবার ভাবনায় থাকে আবহাওয়া তথ্য। বেরসিক বৃষ্টি যদিও চলতি বিশ্বকাপে খুব একটা বিঘ্ন ঘটাতে পারেনি।

তবুও ফাইনালে সেরকম কোনো সম্ভাবনা আছে কি না তা নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। তবে আবহাওয়া সংক্রান্ত খবর তাদের সেই দুশ্চিন্তা নিমিষেই সারিয়ে দিতে পারে। কারণ খেলা চলাকালে আহমেদাবাদে মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরুর সময় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। একইসঙ্গে আবহাওয়াও পরিষ্কার থাকবে। সন্ধ্যার দিকে তাপমাত্রা নেমে আসতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া স্টেডিয়াম এলাকায় বাতাসের আর্দ্রতা মোটামুটি ৩৯ শতাংশ থাকতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটার। তবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ঘিরে বৃষ্টির কোনো শঙ্কা নেই।

একইসঙ্গে এদিন রাতের দিকে আহমেদাবাদে শিশির পড়ার সম্ভাবনাও প্রবল। সে কারণে পরে ব্যাট করা দল ওই সময় কিছুটা সহায়তা পেতে পারে। এ নিয়ে গতকাল অজি অধিনায়ক প্যাট কামিন্সও জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘এই শহর ও ভেন্যুতে অন্যগুলোর তুলনায় বেশি কুয়াশা থাকবে মনে হচ্ছে। মাঠে নামার আগে এটি অবশ্যই আমাদের বিবেচনায় রয়েছে এবং এটি বেশি প্রভাব রাখতে পারে ম্যাচের শেষের দিকে। তবে এটি বলা কঠিন বোলিংয়ে কেমন সহায়তা পাওয়া যাবে, সম্ভবত প্রথম ২০ ওভারে কিছুটা সুইং থাকবে।

চলতি বিশ্বকাপে কেবল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচে বৃষ্টির প্রবলভাবে আঘাত হেনেছিল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং চলাকালে দুই দফায় ম্যাচ থামিয়ে দেয় বৃষ্টি। পরে ডিএল মেথডে পাকিস্তান ম্যাচটি জিতেছিল।

যা সেমির স্বপ্ন কঠিন করে তুলেছিল কিউইদের। যদিও তারা পরের ম্যাচে বড় জয়ে সেমিতে পা রাখে। এছাড়া আর কোনো ম্যাচে সেভাবে ব্যাঘাত ঘটাতে পারেনি বৃষ্টি।

তবে নিউজিল্যান্ড-ভারতের ম্যাচে ধর্মশালায় ম্যাচের মাঝে অন্ধকার ধোঁয়ার মতো বাগড়া দিয়েছিল কুয়াশা। এজন্য ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধও রাখতে হয়।

ভারত-অস্ট্রেলিয়া এর আগে ২০০৩ বিশ্বকাপ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত আগমন ঘটেছিল বৃষ্টির। ভারত ব্যাট করার সময়ে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখা হয়।

পরে আদৌ খেলা চালিয়ে যাওয়া যাবে কি না, এ নিয়ে সংশয়ও দেখা দিয়েছিল। তবে ১৫ মিনিটের মাথায় বৃষ্টির বিদায়ে ফের মাঠে গড়ায় বল। এরপরই অজিদের হাতে দুরমুশ হয় ভারত।

তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে যায়। এবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, ম্যাচের ফল ঠিকই নিজেদের দিকে নিতে চায় স্বাগতিক রোহিত শর্মার দল।

তবে আজ বৃষ্টি হলেও ম্যাচের ফল নির্ণয়ে কোনো সমস্যা হতো না। সেমি ও ফাইনালের জন্য রিজার্ভ-ডে’র ব্যবস্থা রেখেছে আইসিসি। আজ কোনো কারণে ম্যাচ না হলে ফের খেলা গড়াবে আগামীকাল (সোমবার)।

খেলা মাঝপথে থেমে গেলে পরের দিন ওই ওভারের পর থেকেই আবার শুরু হবে। যদিও ক্রিকেটপ্রেমীদের আশা রোদ ঝলমলে আবহাওয়াতেই হোক রোমাঞ্চকর ফাইনাল!

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে