পোরশা মালিকবিহীন ৬টি ভারতীয় মহিষ আটক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ২:১০ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় মালিকবিহীন ভারতীয় ৬টি মহিষ আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল।
বিআইপি সদস্য নায়েক আমজাদ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/৫২ আর ৮কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সরাইগাছি পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মহিষগুলো আটক করা হয়।
এসময় টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটকৃত মহিষগুলোর আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।
নিতপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেন এবং মহিষগুলোকে পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।