রাজশাহীতে দুই দফায় জামায়াতের ঝটিকা মিছিল

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ১:০৬ pm |
রাজশাহীতে দুই দফায় জামায়াতের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দুই দফায় জামায়াত-শিবির হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ৯ টার দিকে জামায়াত-শিবিরে নেতাকর্মীরা মুখোশ পড়ে মহানগরীর অলকার মোড় দর্জিবাড়ী টেইলার্সের গলি থেকে একটি ব্যানার নিয়ে কয়েক মিনিট কথা বলে। পরে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে অলকার মোড় হয়ে লাঠিয়াল মন্ডপের রাস্তা দিয়ে বেলদারপাড়া মোড়ের দিকে দ্রুত চলে যায়।

এই সময় রাস্তায় কোন পুলিশ দেখা যায়নি। এছাড়াও মানুষজনের তেমন যাতায়াত ছিলো না।

অপর দিকে, দুপুর সাড়ে ১২ টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল নিয়ে এসে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধ করার চেষ্টা করে। এই সময় পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে পৌছলে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই প্রায় ৩০ জন যুবক মিছিল নিয়ে এসে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় রাস্তায় চলাচলকারী ও সাধারণ মানুষদের মাঝে আতঙ্গ ছড়িয়ে পরে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছলে দ্রুত তারা সটকে পড়ে। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এবিষয়ে মহানগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে। এছাড়াও কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে