হরতালের প্রতিবাদে রাজশাহীতে আ.লীগের শান্তি মিছিল

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ২:১১ অপরাহ্ণ |
হরতালের প্রতিবাদে রাজশাহীতে আ.লীগের শান্তি মিছিল

নিজস্ব প্রতিবেদক : তফসীল ঘোষণার পর বিএনপি জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় দুই দিনের (৪৮ ঘণ্টা) হরতালের প্রতিবাদে অন্যান্য দিনের মতো শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন মোড় থেকে রাজপাড়া থানা অঞ্চলের ব্যানারে শান্তি মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি অনলাইনে হরতাল ডাকে, জনগণ তাদের হরতাল মানে না। আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। বিএনপির দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় সবসময় ।

সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু,রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু,মহানগর আওয়ামী লীগের সদস্য নজরুর ইসলাম তোতাসহ ১,২,৩,ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগ ও রাজপাড়া থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনে রাজশাহীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোনো বাস রাজশাহী থেকে ছেড়ে যায়নি। অবরোধ সমর্থনে কাউকে রাস্তায় দেখা যায়নি। তবে নগরীতে পুলিশ ও র‌্যাবের পাশপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে