কুষ্টিয়ায় নৈশ প্রহরীর মনোনয়নপত্র উত্তোলন
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করে সাড়া ফেলে দিয়েছেন খাইরুল ইসলাম ওরফে খাইরুল সাধু নামে এক সরকারী নৈশ প্রহরী।
রবিবার দুপুরে তিনি কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
খাইরুল ইসলাম কুমারখালী উপজেলার কাঞ্চনপুর গ্রামের নজর আলীর ছেলে। তিনি কুষ্টিয়া সরকারী টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে নৈশ প্রহরী (নিরাপত্তা প্রহরী) হিসেবে কর্মরত।
কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেন, খাইরুল ইসলাম একজন সরকারী কর্মচারী। এই অবস্থায় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতা করার কোন সুযোগ নেই।
বিষয়টি খাইরুলকে জানানোর পরও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে যেতে রাজী হননি। তিনি নিয়মানুযায়ী নির্বাচন কমিশনের অনুকুলে ১৯ হাজার টাকার টেজারী চালান জমা দিয়ে মনোনয়নপত্রটি উত্তোলন করেছেন।
এদিকে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে খাইরুল সাধুর মনোনয়ন উত্তোলনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে আনন্দের খোরাক হিসেবে নিয়েছেন।
তবে খাইরুল সাধু জানান, তিনি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীতা করতে চেয়েছিলেন। সে সময় তাকে মনোনয়নপত্র দেননি কুমারখারীর তৎকালিন নির্বাচন অফিসার। এবার তিনি নির্বাচন করতে বদ্ধপরিকর।
তার দাবি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। তিনি এ-ও দাবি করেন যে, কোন সরকারী কর্মচারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না- বাংলাদেশ গেজেটের কোথাও তা লেখা নেই।
তাই যদি তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে বাধা দেওয়া হয় তাহলে তিনি হাইকোর্টে রীট পর্যন্ত করবেন।