শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের জার্সি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বসছে শহীদ এএইচএম কামারুজ্জামান প্রথম বিভাগ রাগবি লীগ। সোমবার মাঠে গড়াবে এই খেলা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।
খেলায় আটটি দল অংশ গ্রহন করছে। এগুলো হলো- শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, প্রতিভা ক্রীড়া চক্র, জিদান স্পোটিং ক্লাব, লতিফ স্মৃতি ক্লাব, মুক্তা স্পোটিং ক্লাব, মা স্পোর্টস ক্লাব, ইসলাম স্পোটিং ক্লাব ও ফাইটার রাজশাহী।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা রাগবি সমিরিত ব্যবস্থাপনায় শহীদ এএইচএম কামারুজ্জামান প্রথম বিভাগ রাগবি লীগ সোমবার উদ্বোধনী ম্যাচ খেলবে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ বনাম ফাইটার রাজশাহী। দুপুর আড়াইটায় এ খেলা শুরু হবে।
এদিকে, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের জার্সি উন্মোচন করা হয়েছে। রোববার নগরীর কোর্ট স্টেশন মোড়ে সংগঠনটির কার্যালয়ে জার্সি উন্মোচন করেন শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের সভাপতি আজিজুল আলম বেন্টু। পরে তিনি খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের সদস্য টুর্নামেন্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম কনক ও কোচ হাসিবুর রহমান সাওয়ন।