দুই দিনে নৌকার ২ হাজার ২৮৬ মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ৭:২৭ অপরাহ্ণ |
দুই দিনে নৌকার ২ হাজার ২৮৬ মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে রোববার ১ হাজার ২১২টি ফরম বিক্রি করেছে, যা গতকালের চেয়ে ১৩৮টি বেশি। এ নিয়ে ২ দিনে দলটি ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করল। এই ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, বলেন, রোববার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি বুথ থেকে বিক্রি হয়েছে ১ হাজার ১৮০টি ফরম। অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।

এর আগে শনিবার প্রথম দিন বিক্রি হয় ১ হাজার ৭৪টি ফরম। দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

এদিক, রোববার দ্বিতীয় দিনে অন্যদের মধ্যে নৌকার প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। তিনি পাবনা-৫ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম মনোনয়ন ফরম কিনেছেন কুমিল্লা-১০ আসনের জন্য। আর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন মৌলভীবাজার-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে