বাগাতিপাড়া জামায়াতের আমীর নাশকতা মামলায় গ্রেপ্তার
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩; সময়: ২:১২ pm |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর আফজাল হোসেনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামাায়াত আমীর আফজাল হোসেন পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও পেড়াবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জামায়াত নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আফজাল হোসেনকে নাশকতার মামলায় রোববার রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।