মহাদেবপুরে ব্যবসায়ী  হ’ত্যার মূল আ’সামী গ্রে’প্তার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩; সময়: ৪:২২ pm |
মহাদেবপুরে ব্যবসায়ী  হ’ত্যার মূল আ’সামী গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ট্রাক ড্রাইভার ও হেলপার কর্তৃক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে খুনের ঘটনার মূল আসামীকে গ্রেপ্তার এবং লুন্ঠিত ১ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা, হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার সুমন ও উল্লাসপুর আকন্দপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে ট্রাকের হেলপার সজিব নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খোর্দ্দনারায়ণপুর-ভীমপুর গ্রামস্থ ফয়েজ উদ্দীন কোল্ড স্টোরেজের অদূরে খামারবাড়ি নামক স্থানে হাতুড়ি ও লোহার রড দ্বারা মাথার মাঝখানে, কানের নিচে, চোখের কোণায়সহ মুখমন্ডলের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ব্যবসায়ী মামুনুর রশিদ মামুনকে নৃশংসভাবে হত্যা করে।

তার কাছে থাকা নগদ ১ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে মরদহে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরদিন রোববার দুপুরে রাস্তার পাশের একটি ঝোপের মধ্য থেকে মানুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুন সদর উপজেলার নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের মৃত আলেফ হোসেনের ছেলে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। মামুনের নিখোঁজের বিষয়টি তার পরিবার পুলিশকে জানালে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্বে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ, অফিসার ও ফোর্স এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনার জন্য একটি শক্তিশালী চৌকশ টিম গঠন করেন।

উক্ত পুলিশ টিম হাপানিয়া ইউপি সদস্য ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাক ড্রাইভার সুমন ও হেলপার সজিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তিমূলে ঘটনাস্থলে গিয়ে ভিকটিম মামুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরে আসামী সুমনের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ৮২ হাজার ৫০০ টাকা এবং সজিবের বাড়িতে অভিযান চালিয়ে ৫৬ হাজার উদ্ধার করে।

এছাড়াও আসামীদের দেখানো মতে সদর থানাধীন জবার মোড় হতে ট্রাক, হত্যাকাজে ব্যবহৃত হাতুড় ও লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই ইমরান হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে