কচুয়ায় আর্থিক সাক্ষরতার নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনায় কচুয়া শাখার উদ্যোগে নারী অগ্রযাত্রায় সহায়তা আর্থিক সাক্ষরতার নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার কচুয়া আলতামিরা স্কুলের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংক কচুয়া ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট অফিসার গোলাম জিলানীর সঞ্চালনায় এসময় কাষ্টমার সার্ভিস ম্যানেজার বায়েজীদ, আলতামিরা স্কুলের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায়, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার তিয়াশা দে, অরিন্দ দাস, নারী উদ্যোক্তা ও আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
সেমিনারে বক্তারা বলেন, নারী কোন অংশেই পুরুষ থেকে কম নয়। নিজের জন্য, ভবিষ্যতের জন্য নারীরা নিজেরাই অধিকার আদায় করে নিতে হবে যোগ্যতা দিয়ে। বর্তমানে প্রতিটা ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা স্থান করে নিয়েছে যোগ্যতা ও মেধার গুনে।