কুষ্টিয়া-১ আসনে নৌকা পেতে ৩ ভাইয়ের ল’ড়াই

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
কুষ্টিয়া-১ আসনে নৌকা পেতে ৩ ভাইয়ের ল’ড়াই

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া ৩ সহদোর ভাই।

ওই আসনের সাবেক সাংসদ মরহুম আফাজ উদ্দিন আহমেদের তিন পুত্র দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, স্থানীয় ফজিলাতুন নেছা মুজিব সরকারী কলেজের অধ্যক্ষ আরিফ আহমেদ বিশ্বাস ও বেসরকারী কলেজ শিক্ষক নাজমুল হুদা পটল।

জানা গেছে, সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের তিন পুত্রের সবাই এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আফাজ উদ্দিন ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে সাংসদ নির্বাচিত হন। তিনি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় দৌলতপুর উপজেরা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি ওই পদে আসিন ছিলেন। তার মৃত্যুর পর মূলত ছোট পুত্র অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বাবার রাজনৈতিক ধারা ধরে রাখেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের টিকেটে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফাজ উদ্দিন এমপি থাকাকালিন সময়েই বড় ছেলে এক সময়ের তুখড় ছাত্র নেতা নাজমুল হুদা বিভিন্ন কারণে রাজনীিিত থেকে দূরে সরে যান।

আর বাবার মৃত্যুর পর রাজনীতি থেকে ছিটকে পড়েন মেজ ছেলে বর্তমানে ফজিলাতুন নেছা মুজিব সরকারী কলেজের অধ্যক্ষ আরিফ আহমেদ বিশ্বাস। এক পর্যায়ে তারা পিতার উত্তরাধিকারের দখল কে পাবে সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

প্রায়ই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায়। এবার এই তিন ভাই সংসদ নির্বাচনে নৌকার টিকেট পেতে মরিয়া হয়ে উঠেছেন। তারা কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

তবে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন দাবি করেন, তাদের ভাইয়ে ভাইয়ে কোন দ্বন্দ্ব নেই। সবাই রাজনীতিতে সক্রিয়। তাই প্রত্যেকে মনোনয়ন চাইতেই পারে। বাকিটা দলের হাইকমান্ড বিবেচনা করবে।

এ আসনে এখন পর্যন্ত বর্তমান সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরোয়ার জাহান বাদশাসহ মোট ১২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আরও ৫-৬ জন নেতা মনোনয়ন সংগ্রহের দৌঁড়ে রয়েছেন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে