নওগাঁ-৩ আসনে বাবার পক্ষে মনোনয়ন তুললেন ছেলে

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩; সময়: ৫:১৯ অপরাহ্ণ |
নওগাঁ-৩ আসনে বাবার পক্ষে মনোনয়ন তুললেন ছেলে

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনে বাবার পক্ষে মনোয়নন তুললেন এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে সাকলাইন মাহমুদ রকি।

সোমবার দুপুরে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের কাছ থেকে এ মনোনয়ন নেন তিনি। এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নূরাণী আলাল, বদিউজ্জামান বদি, সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, যুগ্ম সম্পাদক হাফিজুল হক বকুল ও বাবুল চন্দ্র ঘোষ, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ছলিম উদ্দীন তরফদার মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও এ আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য।

তিনি ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিন্দ্বন্দিতা করে এমপি নির্বাচিত হলেও পরবর্তী ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দিতা করে এমপি নির্বাচিত হন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন বলে আশাবাদী। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলে আবারও বিপুল ভোটে জয়লাভ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে