রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩; সময়: ৮:৪৫ pm |
রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদুজ্জামান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন শিমলা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুজ্জামান রাজশাহী মহানগর পুলিশের সদস্য দুরুল হুদার ছেলে। তিনি রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, ফরিদুজ্জামান মোটরসাইকেলে এক বন্ধুসহ যাচ্ছিলেন। সার্কিট হাউসের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ফুটপাতে ধাক্কা লাগে। এতে দুই আরোহী ছিটকে পড়েন। এ সময় ফরিদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজন সামান্য আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে