সিরাজগঞ্জে ১৬ হাজার ইয়াবাসহ চারজন আটক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩; সময়: ৩:০৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ১৬ হাজার ইয়াবাসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬ হাজার পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বর ও কড্ডা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় দুটি ট্রাক জব্দ করা হয়।

আটকরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহাজাহান ফকিরের ছেলে শাফায়েত ফকির (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে জুয়েল মিয়া (৩০), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সিহালী দাইমুল্যা গ্রামের দিলবর ফকিরের ছেলে বাছেদ ফকির ওরফে আব্দুল বাছেদ (৩২) ও জয়পুরহাট জেলার কালাই থানার সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জানান, মাননীয় পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিক নির্দেশনায় মাদক উদ্ধারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় আজ সকালে চেকপোস্ট বসানো হয়।

এসময় ঢাকা থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে থাকা ভেকিউম জ্যাকের ভেতের ভেতর থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দসহ শাফায়েত ফকির ও জুয়েল মিয়াকে আটক করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে সদানন্দপুর এলাকায় চেকপোস্ট ডিউটির সময় কড্ডা থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একইভাবে ভেকিউম জ্যাকের ভেতরে রক্ষিত আরও ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ট্রাকটি জব্দসহ বাছেদ ফকির ও মিজানুর রহমানকে আটক করা হয়।

ডিবি ওসি জুলহাজ আরো জানান, এর মধ্যে আটক জুয়েল মিয়া ও বাছেদ ফকিরের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে