পোরশায় পিসিআরসিবির প্রকল্প অবহিতকরণ সভা
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩; সময়: ৩:২০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ(পিসিআরসিবি-২) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে(সিসিডিবি) এর বাস্তবায়নে এবং ব্রেড ফর দি ওয়ার্ন্ড জার্মানীর অর্থায়নে অনুষ্ঠিত জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরীর লক্ষে সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।