আশ্রয়ের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞানমেলা

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩; সময়: ৩:৫৭ অপরাহ্ণ |
আশ্রয়ের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞানমেলা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা আশ্রয়ের এনসিওর প্রকল্পের উদ্যোগে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগীতায় শিশু শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পত্নীতলা উপজেলার উত্তররামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উত্তররামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদুজ্জামানের সভাপত্তিত্বে এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাদ হোসনে, এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দীন, উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন প্রমুখ।

মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা পদ্মা সেতু রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে