রাজশাহীতে আতরের গায়ে মূল্য লেখা না থাকায় জরিমানা

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩; সময়: ৪:৪৪ অপরাহ্ণ |
রাজশাহীতে আতরের গায়ে মূল্য লেখা না থাকায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আতরের গায়ে মুল্য না লেখা থাকায় এক দোকানীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।

মঙ্গলবার দুপুরে নগরীর নিউমার্কেটে জান্নাতুল ফেরদাউস আতর হাউজকে এই জরিমানা করা হয়। জরিমানা করেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ফজলে এলাহী।

ফজলে এলাহী জানান, আতর গায়ে মুল্য না থাকার „কারণে দোকানীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে সতর্কও করা হয়েছে। এবার থেকে তিনি গায়ে মূল্য দেখে পণ্য ক্রয় করে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করবেন।

তিনি বলেন, জনস্বার্থে এই রকম অভিযান অব্যাহত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে