শিবগঞ্জে দু’র্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩; সময়: ৫:০৭ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এতে সাংবাদিক একেএস রোকনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বজলার রশিদ সনু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ডাক্তার তড়িৎ কুমার সাহা, সদস্য শামীমা বেগমসহ কমিটির অন্যান্য সদস্যরা। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।