তানোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩; সময়: ৮:৩৭ pm |
তানোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সড়ক দূর্ঘটনায় আহত হওয়া ৩৫ বছরের সেই অজ্ঞাত নামা ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মারা গেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গত ১৬ই নভেম্বর বৃহস্পতিবার তানোর পৌর এলাকার কাশিম বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত হন। এসময় স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেন।

তার অবস্থার অবনতি ঘটলে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০/১১/২৩ তারিখ রাত্রী অনুমান ২০:৩৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। মৃত অজ্ঞাত ব্যক্তির লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়ছে।

উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি কে কেউ যদি সনাক্ত করতে পারেন তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে