মান্দায় নারী-শিশুর ওপর স’হিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩; সময়: ৫:১৭ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বাল্যবিয়ে, নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোরদের অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় শনিবার দুপুরে উপজেলার বড়বেলালদহ গ্রামে জেলা তথ্য অফিস এ সংলাপের আয়োজন করে।
জেলা তথ্য অফিস নওগাঁর উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলামের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রভাষক গোলজার হোসেন, ইউপি সদস্য মাজেদা বেগম ও আলম হোসেন।