মহাদেবপুরে চাতাল শ্রমিকের ম’রদেহ উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
মহাদেবপুরে চাতাল শ্রমিকের ম’রদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে লাইলী নামের এক মহিলা চাতাল শ্রমিকের গলা কাটা মরদেঞ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের হাটচকগৌরী এলাকায় উজ্জল চাউলকল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন ওই চাউলকলে ধান শুকানোর কাজ করত এবং ওই চাউলকলেই স্বামী-স্ত্রী বসবাস করত। প্রতিদিনের মত কাজ শেষ করে স্বামী-স্ত্রী ঘুমাতে যায়। সকাল বেলা চাউলকলের অন্য শ্রমিকরা তাদের ঘরে লাইলীর গলা কাটা লাশ দেখতে পায়। এ ঘটনার পর থেকেই লাইলীর স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় তাদের বাড়ী বলে জানা গেছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে