রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত প্যানেল মেয়রগণের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ম পরিষদের নবনির্বাচিত প্যানেল মেয়রগণ।
রবিবার (০৩ নভেম্বর) রাত পৌনে ৮টায় নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, নবনির্বাচিত প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন এবং নবনির্বাচিত প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর মোসা. তাহেরা খাতুন মিলি।
সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সংরক্ষিত আসন-৪ এর কাউন্সিলর আলতাফুন নেছা সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।