নাটোরে ট্রাক খাদে পড়ে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের ডালসড়ক এলাকায় ট্রাক উল্টে নিচে পড়ে চালক নিহত হয়েছে। এসময় ট্রাকের হেলপার আহত হয়েছে। সোমবার রাতে নাটোর-বগুড়া মহাসড়রে ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালকের নাম ফয়সাল ইসলাম সেলিম। তার বাড়ি ঝিনাইদহ মহেশখালী এলাকায়।
হাইওয়ে পুলিশ ও ফায়ার স্টেশন সুত্রে জানা যায়, মাল বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ডালসড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচে উল্টে যায় । এতে চালক ও হেলপার দুজনেই আহত হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ট্রাক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষনা করেন।
নাটোর ফায়ার স্টেশনের লিডার রুহুল আজিম জানান, তারা আহত জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। একজনের অবস্থা খারাপ ছিল।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।