শীতের শীষ

প্রকাশিত: ২৯-০১-২০২৪, সময়: ১০:৪১ |

এসো বন্ধু সময় নিয়ে
শীতের বাংলাদেশে!
যেথায় ভোরের সূর্যকে জড়ায়
আকাশ ভালোবাসে!

দূর গায়ের সুবর্ণরেখায়
শ্যামলীমা জাগে হেসে!
গায়ের নিরলস কৃষক সেথায়
গ্রাত্রত্থোন করে প্রত্যুষে!

শিশিরভেজা কোমল ঘাসে
মুক্তার মতো ঝিলিক!
শীতল পরশে বাতাসের শ্বাসে
পত্রাবলী লিখে লিরিক!

অপার মাধুর্যময় বাংলার শীত,
শান্ত শীতের সকাল!
রবি-নজরুল-লালন-জগলু
রূপে মুগ্ধ চিরকাল!

খেজুর গাছের কলসি নামিয়ে
পান করবো অমৃত!
বাংলা রস কত সরস
প্রমানিবে স্বর্গীয় অনুভূত!

রোমান্টিকতায় পরিপূর্ণ
কী মনোরম শীত!
গোল বৈঠকে আগুন পোহাবো
সমস্বরে গাইবো গীত!

খেজুরের ঘ্রাণী পাটালি গুড়ের
পিঠে-পায়েস খাবো!
আত্বীয় স্বজনের সেতু বন্ধনে
মহেন্দ্রক্ষণে মিলবো!

অতঃপর তোমায় নিয়ে যাবো
দিগন্ত জোড়া কোলায়!
কৃষাণ যেথায় ফসল ফলায়
পরম মায়া মমতায়!

নিঃস্তব্ধ স্নিগ্ধ নান্দনিক প্রকৃতি
ধোঁয়াশায় কোমল উজ্জ্বল!
চক ভরা গম, মটর, কলাই
ক্ষেতগুলো সতেজ শ্যামল!

বিস্তৃর্ণ সর্ষে ক্ষেতের রূপে
সার্থক হবে নয়ন!
উল্লাসে মাতবে ‘বাহ” বলবে
তোমার বিমুগ্ধ মন!

বাড়ন্ত বেলায় ছুটে যাবো
বাউৎ উৎসবে বিলে!
কৈ, শিং, শোল মাগুর ধরে
ফিরবো বাড়ী সদলে !

দুপুরে গরম ভাতে ঘি
নানান ভর্তা, ভাজি, সব্জী!
ঝাল মাংস, শিংয়ের ঝোল
খাবো আয়েশে ডুবিয়ে কব্জি!

দুধ, দধি, পায়েস, ক্ষীর
মিষ্টি সবার পরে!
সবই খাঁটি অতি সুস্বাদু
পেট ভরলেও মুখ হা করে!

সাঝের পরে বৈঠক ঘরে
আড্ডা চলবে জমজমাট!
নানান রকম পিঠার পর্ব
দেখবে পিঠার হাঁট!

চাদর গায়ে মিলেমিশে
রাতে দেখবো নাটক পালা!
এমনি করে ক’দিন ফুরাবে
অবশেষে বিদায়ের পালা!

শহরে এলেও মনে ভাসবে
স্মৃতিময় শীতের আশীষ!
লোভাতুর মন গুনবে ক্ষণ
কখন বাজবে শীতের শীষ!

কবিতা: শীতের শীষ
কাব্যগ্রন্থ: প্রান্তিক প্রান্তরে
কবি: এ কে সরকার শাওন

উপরে