রাবিতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪; সময়: ১:৪৭ অপরাহ্ণ |
রাবিতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোহন আরাফাত রিপন (২১), এবং নতুন বুধপাড়া এলাকার হাসানের ছেলে হাসিব তন্ময় (১৯)।

মামলার এজহারে উল্লেখ রয়েছে, ২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের গনকবর এলাকার বাগানে বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তখন আসামিরা সেখানে আসেন এবং শিক্ষার্থীদের থেকে ফোন ও মানিব্যাক ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন ভুক্তভোগী শিক্ষার্থীরা চিৎকার করলে ক্যাম্পাসের টহলরত পুলিশ ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্তদের আটক করেন। রাতে নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়।

থানার ওসি শেখ মোবারক পারভেজ বলেন, ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে