রাণীনগর প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাণীনগর প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত সাংবাদিক অরুন বোসসহ প্রয়াত সাংবাদিকদের স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া একই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইন্সপেক্টর (তদন্ত) কে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ও থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী মাসুদসহ রাণীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, এসএম সাইফুল ইসলাম, সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাসার চঞ্চল প্রমূখ বক্তব্য রাখেন।