রাবিতে নয় দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪; সময়: ৫:৫০ অপরাহ্ণ |
রাবিতে নয় দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসনের আয়োজনে নয় দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। রবিবার (৪ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ।

আগামীকাল ৫ ফেব্রুয়ারি(সোমবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, সংসদীয় পদ্ধতিতে প্রতিযোগিতাটি নক আউট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটিতে বিশ্ববিদ্যালয়ের সতেরোটি হল অংশগ্রহণ করবে। সকলের উপভোগের সুবিধার্থে ফাইনাল প্রতিযোগিতাটি ১৩ ফেব্রুয়ারি রাবি শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতাটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আরও উপস্থিত থাকবেন উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান- উল ইসলাম ও উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক হুমায়ূন কবীর।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শ্রেণীকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরে বিভিন্নমুখী উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষায়তনিক উৎকর্ষঅর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই উৎকর্ষ অর্জনের পথে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, যুক্তি অন্বেষণ ও খন্ডন, নেতৃত্ব এবং বিশেষত কার্যকর যোগাযোগ দক্ষতার চর্চা ও বিকাশ ঘটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করেছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪। এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে একটি টেকনিক্যাল কমিটি কাজ করছে।

ছাত্র-উপদেষ্টা দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতাটিতে বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হল থেকে, প্রতি হল থেকে ৫ জন করে মোট ৮৫ জন বিতার্কিক অংশগ্রহণ করবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে