ধামইরহাট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও নবীনবরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪; সময়: ৫:৫৭ অপরাহ্ণ |
ধামইরহাট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল।

আরও বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান হোসেন, এম এ মালেক, হরেন পহান।

ধামইরহাট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রউফের উপস্থাপনায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান শিক্ষার্থীদের সু-শিক্ষা ও জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ উন্নত জাতি গঠনে কাজে লাগানোর আহ্বান জানান।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে