শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি’হত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪; সময়: ২:০৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি’হত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মাহমুদুল হাসান লিটন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন লিটন। এসময় রানীহাটি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে গুরুত্বর আহত হন লিটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত নেয়া হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে