পোরশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪; সময়: ২:৩১ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি-২৪ পরীক্ষার্থী ও ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি তাজামুল হক শাহ্।
প্রধান শিক্ষক আল মামুনের ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি ছিলেন, ছাওড় ইউপির সাবেক চেয়ারম্যান নজির উদ্দিন শাহ্।
বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান। সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবেক সদস্য কবির আহম্মদ শাহ্সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯২জন এসএসসি-২৪ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।