পুঠিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানের যাত্রী নি’হত
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত ও চালক আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানযাত্রী হলেন, বেলপুকুরের জোতভাগীরতপুর গ্রামের মৃত খালেদুজ্জামানের ছেলে সোহাব (২৫) ও আহত ভ্যান চালক জামিরা গ্রামের পিতা ওয়ালিদের ছেলে উমর আলী (৫০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভ্যানচালক উমর আলী বেলপুকুর থেকে যাত্রী নিয়ে কাপাশিয়ার দিকে যাচ্ছিলেন। রাজশাহী- ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা (ঢাকা মেট্রো গ ২৬-০০০৭) দেয়।
ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ও ভ্যান চালক গুরুতর আহত হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য রামেক এ পাঠায়।
রামেকের কর্তব্যরত ডাক্তার ভ্যানযাত্রী সোহাবকে মৃত ঘোষণ করেন এবং ভান চালক উমরকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করেন।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও কার আটক করেছে থানা পুলিশ।