রাজশাহীতে এটিএন নিউজ ইসলামিক অলিম্পিয়াড অডিশন ১৩ই ফেব্রুয়ারি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪; সময়: ১:১৪ অপরাহ্ণ |
রাজশাহীতে এটিএন নিউজ ইসলামিক অলিম্পিয়াড অডিশন ১৩ই ফেব্রুয়ারি

পদ্মাটাইমস ডেস্ক : স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটিএন নিউজে শুরু হচ্ছে ইসলামিক অলিম্পিয়াড ২০২৪।

আজান, কোরআন তেলাওয়াত, হামদ ও নাতের পরিবেশনা অন্তর্ভুক্ত থাকবে এতে। এসব বিষয়ে পারদর্শী শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।

রাজশাহী বিভাগীয় অডিশন পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৩ই ফেব্রুয়ারি । স্থান- অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে, রুয়েট চত্বর, রাজশাহী। মঙ্গলবার সকাল ৯টায় শুরু হবে অডিশন পর্ব।

রেজিস্ট্রেশন করে না থাকলে নির্ধারিত তারিখ ও সময়ে বিভাগীয় অডিশন পর্বে সরাসরি এসে অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা।

এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রযোজক ফারুকে আযম জানান, ইসলামিক অলিম্পিয়াডে অংশগ্রহণের রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে মোট নয়জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

অলিম্পিয়াডে অংশ নিতে হলে এই লিংকে ক্লিক করে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে। সেখানে আজান, কোরআন তেলাওয়াত বা হামদ ও নাতের একটি ভিডিও’র গুগল ড্রাইভ লিংক সংযুক্ত করতে হবে। অথবা হোয়াটস্যাপের মাধ্যমে ০১৫৫০৭২০৬১৭ নম্বরে ভিডিও, নিজের নাম ও বিস্তারিত পরিচয় পাঠিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে